কথা ও কাজের শুরুতেই করো সালামের বিনিময়,
যে সালামে আছে শান্তির দোয়া সৌরভ মধুময়।।
সালামের প্রতি হরফের থেকে মোলায়েম প্রেম ঝরে,
সে প্রেমের আলো যায় ছুটে যায় গাঁও থেকে বন্দরে।
ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় মজবুত হয়।।
সালামের চেয়ে নেই কোনো বড় অনুপম উপহার—
যার ছোঁয়া পেয়ে সব অভিমান ভেঙে হয় একাকার!
এ পৃথিবী জুড়ে সালামের সুর বেচাকেনা হয় যদি,
প্রতিটি হৃদয়ে বইবে অপার ফেরদাউসের নদী।
স্বপ্নের বনে হাসবে গোলাপ দিবস-রাত্রিময়।
-মল্লিক মাহমুদ, কবি ও গীতিকার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।