ঢাকার ৫ থানায় ২৫ মামলায় গ্রেপ্তার প্রায় সাড়ে ৩ শতাধিক
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার অভিযান চলছে। এ ছাড়া এসব ঘটনায় অনেক ব্যক্তি ও পুলিশ বাদী হয়ে বেশ কিছু মামলা করেছে। এর মধ্যে ঢাকা জেলায় এখন পর্যন্ত সাড়ে তিনশর বেশি আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানায় ২৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত সাড়ে তিন শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
২৮ জুলাই (রবিবার) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী।
আব্দুল্লাহিল কাফী বলেন, ‘গত কয়েকদিন ঢাকাসহ সাভার এলাকায় সন্ত্রাস ও বিশৃঙ্খলা তৈরির যে প্রচেষ্টা হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় ২৩টি মামলা ও কেরানীগঞ্জে ২টিসহ মোট ২৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় প্রায় ৩৫০ জনের বেশি আসামি গ্রেপ্তার করেছি।’
এই সাড়ে তিন শতাধিক গ্রেপ্তার আসামির মধ্যে কোনো ছাত্র আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কাজ যারা করেছে, তারা কেউ ছাত্র নন। তারা ছাত্রদের আন্দোলনে মিশে লুটপাটসহ নৈরাজ্য করেছে। আমরা মূলত তাদেরই আটক করেছি, যারা নৈরাজ্য-লুটপাট করেছে। তাদের পরিচয় একটাই, তারা নৈরাজ্যকারী ও লুটপাটকারী। এরা আসলে ছাত্র হতে পারে না। তাদের অন্য যার যেই পরিচয় থাকুক না কেন, তারা আসলে অপরাধী।…