মোঃ সুজন আহমেদ
আশুলিয়ায় হেরোইনসহ গ্রেফতার (২)
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ।
হেরোইনসহ,দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)
আটক কৃত দের থেকে ২০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২১ লাখ টাকা।
সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
সোমবার ২৯ জুলাই সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার মো.আদিল ইসলাম (৩৮) ও মো. কবির হোসেন শাহীন (৩৫)। তারা উভয়েই পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদিল ও শাহিন নামের দুই মাদক কারবারির কাছ থেকে ২১ লাখ টাকা মূল্যের ২০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেপ্তার আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে।
দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে,ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ নিকটবর্তী।
বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের
নিকট বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় চলমান আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।