ঢাকামঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে হাইকোর্টের নির্দেশ অমান্য করে পুকুর খনন

নিজস্ব প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামের জামাইদিঘী গ্রামে হাইকোর্টের নির্দেশ অমান্য করে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধে একটি এক্সকেভেটর (ভেকু) ও তিনটি ড্রাম ট্রাক আটক করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। রোববার রাতে মুকুল হোসেনের জমিতে পুকুর খননকালে এসব যানবাহন আটক করা হয়।

সংশ্লিষ্ট দপ্তর ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ধানাইদহ এলাকার মাটি ব্যবসায়ী মো. অস্ত্রর আলী ও তার সহকর্মীরা নাটোর শহরে বসবাসরত মুকুল হোসেনের প্রায় সাত বিঘা জমিতে কয়েকদিন যাবত রাতের আঁধারে পুকুর খনন করছিলেন। পুকুর থেকে উত্তোলনকৃত মাটি ড্রাম ট্রাকের মাধ্যমে বহন করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। পুকুরের কিনারায় অবস্থিত জামাইদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের যাতায়াতের জন্য নির্মিত কয়েক শ মিটার রাস্তা মাটি ভর্তি ড্রাম ট্রাক চলাচলের কারণে বিনষ্ট হয়ে গেছে।

এই পরিস্থিতিতে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের আগাম সংবাদ পেয়ে মো. অস্ত্রর আলী ও ভেকু ও ট্রাকচালকরা পালিয়ে যান। অভিযানকালে ভেকু ও মাটি বোঝাই তিনটি ড্রাম ট্রাক আটক করে উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। এছাড়া ইতোপূর্বে অবৈধভাবে পুকুর খননের অপরাধে প্রশাসন সাতটি এক্সকেভেটর (ভেকু) আটক ও ব্যাটারি জব্দ করেছিল, যেগুলোও উপজেলা পরিষদ চত্বরে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।