মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
মো মমিন আলী
রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম কামাল হোসেন (৩৬)। তিনি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী এক যুবলীগ কর্মী জানান, কাঁটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডু খেলছিলেন কামাল।গতকাল সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বেশ কয়েক জন তরুণ ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে পথচারী ও স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।