ঢাকাসোমবার , ৫ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়া বাইপাইল গোলচত্বরে বিক্ষোভ মিছিল

মোঃ সুজন আহমেদ
আগস্ট ৫, ২০২৪ ২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

আশুলিয়া বাইপাইল গোলচত্বরে বিক্ষোভ মিছিল

মো সুজন আহমেদ
এক দফা দাবিতে শিক্ষার্থীদের অসহযোগের সমর্থনে সাভারের আশুলিয়া বাইপাইল-আবদুল্লাহপুর -চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করছেন তাঁরা।

আজ সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিতে থাকেন। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে সেখানে যোগ দিতে থাকেন। সকাল ১০টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ড এর তিন রাস্তার মোরে অবস্থান নেন হাজার হাজার আন্দোলনকারী। এরপর মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এ সময় সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে হাজার হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করছিলেন বলে সরেজমিনে জানা গেছে।

এদিকে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী অবস্থান নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।