আশুলিয়া বাইপাইল গোলচত্বরে বিক্ষোভ মিছিল
মো সুজন আহমেদ
এক দফা দাবিতে শিক্ষার্থীদের অসহযোগের সমর্থনে সাভারের আশুলিয়া বাইপাইল-আবদুল্লাহপুর -চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করছেন তাঁরা।
আজ সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিতে থাকেন। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে সেখানে যোগ দিতে থাকেন। সকাল ১০টার দিকে বাইপাইল বাসস্ট্যান্ড এর তিন রাস্তার মোরে অবস্থান নেন হাজার হাজার আন্দোলনকারী। এরপর মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। এ সময় সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে হাজার হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করছিলেন বলে সরেজমিনে জানা গেছে।
এদিকে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী অবস্থান নিয়েছেন।