মিরপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগ নেতা-কর্মীদের সংঘর্ষ
মো:মমিন আলী
রাজধানীর মিরপুর ১০ ও ১১ নম্বর সেক্টর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল রবিবার দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, রোববার সকাল থেকে গোলচত্বর এলাকা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দখলে থাকলেও দুপুর ১টার দিকে মিরপুর ১১ নম্বর এবং বিভিন্ন গলি থেকে বিক্ষোভকারীরা ১০ নম্বর দিকে এগিয়ে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমানে সেখানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।