ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন ও ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন ও ভাঙচুর
গোপালগঞ্জে বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় সেনাসদস্য, সংবাদকর্মী ও স্থানীয়রাসহ ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, এর মধ্যে দুইজন গুলিবিদ্ধ রয়েছেন।

শনিবার বিকেলে সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পক্ষে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় বিক্ষোভ প্রদর্শন করা জনগণকে সেনাবাহিনী রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনগণ। তারা সেনাবাহিনীর উপর ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে স্থানীয় জনগণ আরো ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়।গত কয়েক দিন ধরে জেলার কোথাও না কোথাও শেখ হাসিনার পক্ষে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করে আসছে। শান্ত গোপালগঞ্জ ক্রমেই অশান্ত হয়ে উঠছে।

গোপালগঞ্জ ক্যাম্পের লে. কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩-৪ হাজার জনতা সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করলে তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুঁড়তে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করাসহ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে চার সেনা সদস্য আহত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।