নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে নিহ ১
নরসিংদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের উপর থেকে নিচে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৪ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরশহরের ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নুরুল ইসলাম (৫০)। তিনি সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাসটি বাসাইল এলাকায় ওভারপাসে ওঠার পর একটি মালবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে অপর একটি ট্রাকের মুখোমুখি হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত হন ৪৪ জন। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও সেনাসদস্যদের সহায়তায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান জানান, যাত্রীবাহী বাস সড়কে দুর্ঘটনার শিকার ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।