ঢাকাসোমবার , ১২ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে ভাবী খুন দেবরের হাতে

নিজস্ব প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাটে ভাবী খুন দেবরের হাতে
ময়মনসিংহের হালুয়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবরের হাতে ভাবি খুন হয়েছেন। সোমবার (১২ আগস্ট) দুপুর ২টায় উপজেলার দক্ষিণ ঘোষবেড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম মোছা. রহিমা খাতুন (৪৫)। তিনি একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী।

এ ঘটনায় জড়িত মৃত সেকান্দর আলীর ছেলে আজহারুল (৫০)-কে আটক করেছে থানা পুলিশ।

নিহত রহিমার ছেলে আব্দুর রহিম বলেন, ‘কিছুদিন আগে আমার বাড়ির ডিশ লাইনের সংযোগের বিষয়ে আমাদের সঙ্গে চাচা আজহারুলের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আজহারুল আমাদের ঘরের বিদ্যুৎ সংযোগ কেটে দেন। বিষয়টি আমরা বিদ্যুৎ অফিসকে জানালে আজহারুল আমার এবং আমার মায়ের প্রতি ক্ষিপ্ত হয় এবং হত্যার হুমকি দিতে থাকেন।’

আব্দুর রহিম বলেন, ‘আজ দুপুরে হঠাৎ চাচা আজহারুল কুড়াল নিয়ে আমার মায়ের ওপর আক্রমণ করেন। প্রথমে হাত ও পরে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মা মারা যান। আমরা ঘর থেকে বেরিয়ে দেখি মাকে হত্যা করে কুড়াল হাতে আজহারুল পালিয়ে যাচ্ছেন। পরে আমরা থানা পুলিশকে অবগত করে তাকে ধরতে ধাওয়া করি। পরে থানা পুলিশ নলুয়া গ্রামের ধানক্ষেত থেকে তাকে ধরেছে।’

হালুয়াঘাট থানার সার্কেল এএসপি সাগর সরকার বলেন, ‘খবর পাওয়ার পর থানা পুলিশ নিয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আসামি আজহারুলকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।’

লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন এএসপি সাগর সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।