সারা দেশে আন্ত নগর ট্রেন চলাচল শুরু হয়েছে।
দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর সারা দেশে আন্ত নগর ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় ৬১ জন যাত্রী নিয়ে বেনাপোল রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ‘বেনাপোল এক্সপ্রেস’।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে বেনাপোল-ঢাকা ‘বেনাপোল এক্সপ্রেস’সহ সারা দেশে আন্ত নগর ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল এক্সপ্রেস দুপুর ১টায় ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্য। নিরাপত্তার জন্য রেলের নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ রয়েছে। ট্রেন ভ্রমণকারী যাত্রীদের সেবা দিতে রেল সব ব্যবস্থা নিয়েছে।
এদিকে গত সোমবার থেকে মালবাহী ট্রেন, মঙ্গলবার থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের ৫৪ আন্ত নগর ট্রেনের মধ্যে ১৫টি আজ থেকে চলাচল করবে। বাকি ট্রেনগুলো পর্যায়ক্রমে চলবে। ‘বেনাপোল এক্সপ্রেসে’ রয়েছে মোট ৯টি চেয়ার কোচ ৬টি শোভন কোচ, একটি এসি, দুইটি এসি চেয়ার।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল।