ঢাকাশুক্রবার , ১৬ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ট্রাকচাপায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরে ট্রাকচাপায় নিহত ১

শেরপুরের নালিতাবাড়ীতে ওভারটেক করে আসা দ্রুতগতির ট্রাকচাপায় মারা গেছেন মোয়াজ্জেম হোসেন নামে এক মোটরসাইকেল চালক। আহত হয়েছেন শামীম ও জাহিদ নামে আরো দুই আরোহী।

শুক্রবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে নালিতাবাড়ি শহরের অদূরে নয়ানিকান্দা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা শেরপুরের চরজঙ্গলদী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুরের চর জঙ্গলদী এলাকার তিন বন্ধু মোয়াজ্জেম, শামীম ও জাহিদ মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী যাচ্ছিল। পথিমধ্যে বিকেল সাড়ে ৫টার দিকে শহরের নয়ানিকান্দা বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক তাদের অতিক্রম করছিল। একই সময় আরো একটি বিপরীতগামী ট্রাক অন্য ট্রাকটিকে ওভার টেকিং করে যেতে চাইলে মোটরসাইকেলের সামনাসামনি চলে আসে। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও সামনে একটি হাঁস পড়ে যায়। হাঁসটিকে বাঁচাতে আকস্মিক মোটরসাইকেলের ব্রেক কষলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক মোয়াজ্জেম ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত হয় শামীম ও জাহিদ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল এবং নিহতকে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। নিহত মোয়াজ্জেম চর জঙ্গলদী গ্রামের ছামাতুল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের স্বজনরা এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।