ঢাকা মেডিকেল চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় মামলা
ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার শাহবাগ থানায় এই মামলা করা হয়। এর আগে, ৩১ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে।
রবিবার সকাল থেকেই নিরাপত্তাহীনতায় ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। এ ঘটনায় হামলাকারীদের আটক ও শাস্তি নিশ্চিত এবং সারাদেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিতসহ কয়েক দফা দাবি জানানো হয়।
এদিকে, দাবি পূরণ না হওয়ায় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, দোষীদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারাদেশে সব চিকিৎসাকেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন তারা।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি উঠিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছেন।