ঢাকাশুক্রবার , ২০ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের ভাওয়ালে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৪ ৭:০০ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরের ভাওয়ালে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু। পুকুরের পানিতে ডুবে রিফাত নামে (৮) এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রিফাত গাজীপুরের সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের নলজানী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তার বাবা সৌদি প্রবাসী। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

নিহত রিফাতের স্বজন রাশেদুল ইসলাম রাশেদ জানান, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী রহিমা আক্তার নলজানী এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার বিকালে বন্ধুদের সঙ্গে খেলতে বাড়ির অদূরে একটি পুকুরের পাশে যায় রিফাত। খেলা শেষে পুকুরের পানিতে পা পরিষ্কার করতে যায় সে। পাড়ে দাঁড়িয়ে পুকুরের পানিতে পা পরিষ্কার করার সময় হঠাৎ পানিতে পড়ে গেলে নিখোঁজ হয় সে। সঙ্গে থাকা রিফাতের বন্ধুরা বিষয়টি দ্রুত তার মা রহিমাকে জানায়। পরে তার মা স্থানীয়দের সঙ্গে নিয়ে ওই পুকুরের পানিতে নেমে খোঁজাখুঁজি করেন। প্রায় তিন ঘণ্টা পর পুকুরের পানি থেকে রিফাতে মরদেহ উদ্ধার করা হয়।

ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মো. শাহজাহান মিয়া বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু রিফাতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জয়দেবপুর থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা থানায় কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।