বন্যাদুর্গত এলাকায় লালমনিরহাট বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিস্তায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
সোমবার বিকালে তিস্তা চরে বন্যাকবলিত রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের ৪ শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল ও তেল প্রদান করা হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।