ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কমছে তিস্তার পানি সাথে সাথে বাড়ছে ভাঙন আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৪ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

কমছে তিস্তার পানি সাথে সাথে বাড়ছে ভাঙন আতঙ্ক

তিস্তার পানি কমার সাথে সাথে বাড়ছে ভাঙন আতঙ্ কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। নদী ভাঙনের কবলে পড়ে কাউনিয়ার মানচিত্র থেকে শুভাঘাট ও শ্বনশনাটারী মৌজা দুটি বিলীন হয়ে গেছে অনেক আগেই। গত কয়েক দিনে ১০ পরিবারের বসতভিটা নদী গর্ভে চলে গেছে।

জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নই নদী ভাঙনের শিকার। কাউনিয়ায় গত শুক্রবার রাত থেকে ভারতের ছেড়ে দেওয়া পানি আর বৃষ্টির পানিতে নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা কবলিত হয় নদী তীরবর্তী ১০টি গ্রাম। গত রবিবার রাত থেকে পানি কমতে শুরু করলেও ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে চরগনাই গ্রামের ১০টি বসতভিটা নদীগর্ভে চলে গেছে, আরও ১২টি বসতভিটা নদীগর্ভে যাওয়ার পথে। এভাবেই প্রতিবছর ফসলি জমি আর বাড়ি-ঘর তিস্তা নদী গিলে খাচ্ছে।

চরগনাই গ্রামের নজরুল ইসলাম জানান, নদীর পানি বৃদ্ধি পেয়ে তারসহ ১০টি বাড়ি নদী গর্ভে চলে গেছে। এ অবস্থায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিস্তা নদী পাড়ের বাসিন্দারা।

গদাই গ্রামের আবুল হোসেন জানান, নদীর পানি কমার সাথে সাথে বাড়বে নদী ভাঙন, এবারও হয়তো ফসলি জমি নদীর পেটে চলে যাবে, এ নিয়ে চিন্তায় আছি। হঠাৎ বন্যায় নদী তীরবর্তী এলাকার উঠতি ধান, বীজ বাদাম, মরিচসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েন। ডুবে যায় কৃষকের ফসল, ভেসে যায় পুকুরের মাছ।

টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম জানান, তার এলাকায় ১০টি বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। যে হারে ভাঙন শুরু হয়েছে, তাতে করে আরও শতাধিক বসতভিটা নদী গর্ভে চলে যেতে পারে। তিস্তা নদী ড্রেজিং করা না হলে এই ভাঙন কোনোভাবেই ঠেকান যাবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তিস্তা নদী এলাকায় বন্যা ও ভাঙনের বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি। কোথাও কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানির প্রবাহ ছিল ২৮ দশমিক ৯ সেন্টিমিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ২৯ দশমিক ৩১

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।