ঢাকাসোমবার , ৭ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের অস্থিরতা কাটিয়ে প্রায় শতভাগ উৎপাদনে ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চল

মোঃ সুজন আহমেদ
অক্টোবর ৭, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রমিক অসন্তোষের অস্থিরতা কাটিয়ে প্রায় শতভাগ উৎপাদনে ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চল

উৎপাদনে ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চল, ১২৯ শ্রমিক ছাঁটাই

গত কয়েকদিনের টানা শ্রমিক অসন্তোষের অস্থিরতা কাটিয়ে প্রায় শতভাগ উৎপাদনে ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চল। সোমবার (৭ অক্টোবর) সকাল থেকেই বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে শ্রমিকরা। এদিন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম এ্যাপারেলস লিমিটেড কারখানায় বেআইনিভাবে কর্মবিরতি, কারখানায় ভাঙচুর, স্টাফদের মারধর ও অরাজকতা সৃষ্টি করায় ১২৯ শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় সোমবার সকালে কারখানায় প্রবেশের পর ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করেছে কারখানার অন্যান্য শ্রমিকেরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটি ছুটি ঘোষণা করা হলে সেনা ও শিল্প পুলিশের উপস্থিতিতে শ্রমিকেরা ওই এলাকা ত্যাগ করেন।

এদিকে এদিন শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় ৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার পাশাপাশি ৩টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

শিল্প পুলিশ জানায়, সোমবার সকাল থেকে আশুলিয়ার শিল্প কারখানাগুলোতে পোশাক শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছে। সারাদিনে কোথাও কোনো বিক্ষোভ বা শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চলের নিরাপত্তার স্বার্থে প্রতিটি কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে।

আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়োর আলম বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রায় শতভাগ উৎপাদনে ফিরেছে কারখানাগুলো। সারাদিনে কোথাও কোনো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। তবে সোমবারও শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় ৪টি কারখানা বন্ধ ছিল এবং ৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।