ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফেনির পরশুরামে ভারতীয় চিনিসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনির পরশুরামে ভারতীয় চিনিসহ গ্রেফতার ৩
ফেনীর পরশুরামে স্থানীয়দের সহযোগিতায় ১১ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করেছে বিজিবি। পরবর্তীতে তাদের পরশুরাম থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের শেখ ফরিদ, মো. জাকির ও ইমাম হোসেন।

সোমবার রাত ৯টার দিকে পরশুরাম-সুবার বাজার সড়কের পূর্ব সাহেবনগর স্টিল ব্রিজ সংলগ্ন ঘাটঘর এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, নিজ কালিকাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনি এনে সীমান্তবর্তী একটি বাড়িতে মজুদ করে এরপর রাত ৯টার দিকে টমটমে করে পরশুরাম নেওয়ার সময় ঘাটঘর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় টমটমসহ ভারতীয় চিনি জব্দ করে বিজিবি।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ভারতীয় চিনি জব্দের কথা স্বীকার করে বলেন, চোরাকারবারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা  দায়ের শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।