ঢাকাবৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের শ্রীপুরে কেওয়া পূর্ব খণ্ড গ্রামে অগ্নিকাণ্ডে ১৪ টি বসত ঘর পুরে ছাই

কে.এম সোহেল
অক্টোবর ১৭, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

কে.এম.সোহেল
গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার ভোর রাতে পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ড গ্রামে অগ্নিকাণ্ডে ১৪টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে প্রায় ঘণ্টা খানেক চেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, পাশাপাশি ঘরগুলো নির্মাণ করে বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন স্থানীয় মো. কবির হোসেন। বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ আগুন আগুন চিৎকার শুনতে পান। পরে ছুটে বাইরে বেরিয়ে আগুন দেখতে পান। প্রথমে একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা আরও ১৩টি ঘরে ছড়িয়ে পড়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, ভোর রাত ৪টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।