ঢাকাবৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে অপহরণের দুই দিন পর যুবক উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

টেকনাফে অপহরণের দুই দিন পর যুবক উদ্ধার, গ্রেফতার ৩
কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহরণের দুইদিন পর বেলাল উদ্দিন (৩২) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

উদ্ধার হওয়া বেলাল উদ্দিন বাহারছড়া ইউনিয়নের শীলখালী চৌকিদার পাড়া এলাকার আলী আহমদের ছেলে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার মৃত ফকির মিস্ত্রির ছেলে আবচার উদ্দিন প্রকাশ রায়হান (৩৩), একই এলাকার মৃত আবুল হোছাইনের ছেলে জসিম উদ্দিন (৩৫) ও বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকার মৃত মকবুল আহমদের ছেলে আমীর আহমদ (৫৫)।

সংবাদ সম্মেলনে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বেলাল কক্সবাজার শহর থেকে নিজ গ্রামে সম্পত্তি দেখাশোনার কাজে আসলে গত সোমবার (১৪ অক্টোবর) ভোর ৩টার দিকে ভিকটিমের নিজ বাড়ি থেকে বেলালকে অপহরণ করা হয়। এরপর থেকে ৭০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে আসছিল অপহরণকারীরা।

এর আগে, ভিকটিমের চাচা আমীর আহমদ সম্পত্তির বিরোধের জের ধরে শফি নামে এক রোহিঙ্গা ডাকাতের সাথে গত তিন সপ্তাহ আগে ভাতিজা বেলালকে অপহরণ করার জন্য চুক্তি করে। অপহরণ করে নিয়ে যাওয়ার পর মুক্তিপণের টাকা আদায়ের জন্য বেলালের পরিবার থেকে তাদের সম্পদ অল্প মূল্যে তার চাচারা ক্রয় করে তার ভাতিজা ভিকটিম বেলালকে উদ্ধারের পরিকল্পনা সাজায়।

অপহরণের অভিযোগ জনপ্রতিনিধিদের কাছ থেকে শোনার পর থেকে তারই নেতৃত্বে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. দস্তগীর হোসেনকে নিয়ে একটি চৌকস টিম বুধবার বিকালে বাহরছড়ার জাহাজপুরা পাহাড়ের ডালার ভেতরে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে আমরা ভিকটিম উদ্ধারসহ মুক্তিপণ নিতে আসা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের সাথে থাকা একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ, একটি দা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে, এই অপহরণের ঘটনার মূল পরিকল্পনাকারী ভিকটিমের চাচা আমীর আহমদকে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।