বগুড়ার আদমদীঘির সান্তাহারে অস্ত্রের ভয় দেখিয়ে ১৩ বছরের কিশোরিকে ধর্ষণ গ্রেফতার ১
বগুড়ার আদমদীঘির সান্তাহারে অস্ত্রের ভয় দেখিয়ে ১৩ বছরবয়সী এক কিশোরীকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে লালন বাঁশফোর (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় ওই কিশোরী অন্তঃসত্বা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে লালনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। গ্রেপ্তার লালন উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার মৃত বিরনের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১২ মে দুপুর সাড়ে ১২টার দিকে ওই কিশোরী তাদের বাড়িতে একাই ছিল। এ সময় লালন বাঁশফোর তাকে তার বাড়িতে ডেকে নিয়ে গলায় চাকু ধরে হত্যার হুমকি দিয়ে কাপড় খুলতে বলেন। এরপর ধর্ষণ করেন। বিষয়টি কাউকে বললে কিশোরীর পরিবারের সবাইকে হত্যার হুমকিও দেন। পরবর্তীতে এভাবেই লালন ওই কিশোরীকে সুযোগ বুঝে তার বাড়িতে নিয়ে গিয়ে হত্যার হুমকি দিয়ে একাধীকবার ধর্ষণ করেন।
গত ১৩ অক্টোবর পরিবারের লোকজন ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসক কিশোরীর পরিবারকে জানায়, সে অন্তঃসত্ত্বা। এরপর কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত লালন বাঁশফোরের বিরুদ্ধে থানায় মামলা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। কিশোরীর মায়ের করা মামলায় অভিযুক্ত লালনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।