ঢাকাবুধবার , ২৩ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরের চকবাজারে সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের চকবাজারে সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ।
লক্ষ্মীপুর চকবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের চকবাজার এলাকায় বাজার সড়ক বন্ধ করে এ কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, মসজিদ মার্কেটে ১৩০ জন ব্যবসায়ী রয়েছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচনের কথা ছিল। কিন্তু এর আগে চক বাজার মসজিদ কমিটি ব্যবসায়ীদের হুমকি দিয়ে নির্বাচন না করার জন্য একটি নোটিশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীরা মার্কেট বন্ধ করে রাস্তা নেমে পড়েন। একপর্যায়ে সড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ এসে ঘটনাটি সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।