নিজস্ব প্রতিনিধি বরিশাল
বরিশালে ৯ দফা দাবি করে ট্রেড ইউনিয়নের মানববন্ধন।
দেশে ফিরিয়ে এনে পুনর্বাসনসহ নয় দফা দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আয়োজনে ওই মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার সেনসহ নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা সারা দেশে শ্রম আদালতসমূহে প্যানেল মেম্বার নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ অন্যান্য শ্রমিক সংগঠনের সাথে আলোচনা করা, রাজনৈতিক বিবেচনায় শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা, বৈষম্যবিরোধী আন্দোলনে এবং শ্রমিকদের বাঁচার দাবির আন্দোলনে নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সরকারি খরচে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা, বিভিন্ন দেশের বিভিন্ন জেলে বন্দি বাংলাদেশি শ্রমিকদের মুক্ত করে দেশে এনে পুনর্বাসন করা এবং বিমান বন্দরে সকল রকমের হয়রানি বন্ধসহ দেশী বিদেশি শ্রমিকদের নিরাপত্তা