ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগের সমাবেশকে ঘিরে সাভারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি

মোঃ সুজন আহমেদ
নভেম্বর ১০, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সুজন আহমেদ

আওয়ামীলীগের সমাবেশকে ঘিরে সাভারে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশি

আওয়ামী লীগের ডাকা সমাবেশকে ঘিরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার প্রবেশমুখ সাভারের কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এসময় সেনাবাহিনী ও বিজিবির সদস্যদেরও অবস্থান নিতে দেখা গেছে।

শনিবার (৯ নভেম্বর) গভীর রাত থেকে ঢাকা আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চলে এ তল্লাশি।

পুলিশ জানায়, রাজধানীতে আওয়ামী লীগের ডাকা সমাবেশকে ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে, সেটি মাথায় রেখেই কাজ চালছে। সাভারের বাইপাইল, আমিনবাজার, নবীনগর ও আশুলিয়া এলাকায় বসানো হয়েছে পুলিশের এ চেকপোস্ট। তবে এখনও পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতকারীরা যেন ঢাকায় প্রবেশ করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।