ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দোকানপাট ভাঙচুর ও লুটপাট

মোঃ সুজন আহমেদ
নভেম্বর ১৭, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দোকানপাট ভাঙচুর ও লুটপাট

সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় রোববার সকালে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। এর আগে শনিবার গভীর রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ সময় হামলায় আহত হয়েছেন অন্তত ছয়জন। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী একযোগে লাঠি সোটা নিয়ে বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় বিভিন্ন দোকান থেকে টাকা পয়সাও লুটপাট করে। ভাঙচুর ও লুটপাটে বাধা দেয়ার সন্ত্রাসীরা এসময় ছয়জনকে পিটিয়ে জখম করে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসীর অভিযোগ, জামগড়া এলাকায় সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যদের তাণ্ডবে ও ভয়াবহ নির্যাতনে প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, তদন্ত করে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।