মোঃ সুজন আহমেদ
আশুলিয়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেপ্তারের
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আফজাল হোসেন, (৪১), রবিউল আলম হাওলাদার (৪৮), মোঃ মোস্তফা (২০), আল আমিন (৩৩), মোঃ মিজান (৩৫), মোঃ আরিফ (৩০), মোঃ কামরুজ্জামান খান, মেহেদুল মন্ডল, সিয়াম।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার করে আশুলিয়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামীসহ অন্যান্য মামলার এজাহারভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আশুলিয়া থানা এলাকায় ভাড়া থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃ ৯ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।