ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

কে.এম.সোহেল হাওলাদার
নভেম্বর ১৭, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

কে.এম.সোহেল হাওলাদার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে ওই কারখানার চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স‘র ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেই সাথে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় রপ্তানির জন্য রাখা কিছু তৈরী পোশাক আগুনে পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম বলেন, দুপুরে ঐ কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ছয় তলা ভবনের ৪র্থ তলায় কাপড় রাখার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফতুল্লা থেকে ২টি এবং পাগলা ও মন্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে ১টি করে মোট ৪টি ইউনিট আগুন নেভাতে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণ করে।

তিনি আরও বলেন, আগুনে কারখানায় থাকা কিছু কাপড় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন চতুর্থ তলা থেকে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে ঐ ফ্লোর ছাড়া আর কোন ফ্লোরের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন ও অগ্নিকান্ডের কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।