মজলুম জননেতা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক দল-জাগপা।
জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান আজ দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানান।
এ সময় তিনি বলেন, ‘সাম্যের দেশ ও বিশ্ব গড়ে তুলতে বৈষম্যবিরোধী, স্বাধীনতা ও মানবকল্যাণের পক্ষে কাজ করেছেন ভাসানী। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের নির্যাতিত মানুষের নেতা ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার পরও দেশ স্বাধীনের পরে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান জানানো হয়নি। জাতীয় নেতার মর্যাদার পাশাপাশি, মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি করছি।’
এ সময় উপস্থিত ছিলেন জাগপা নেতা অ্যাডভোকেট এম এ ওহাব, মো. জহুরুর ইসলাম, মীর্জা মো. আখতারুজ্জামান, মোখলেছুর রহমান, আবু রায়হান, মো. আইয়ুব আলী তালুকদার, আবদুল খালেক, মো. নাসিম সরকার সাদ্দাম, শাকিল আহমেদ প্রমুখ।