ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তাজরীন ট্রাজেডির ১২ বছর পূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের স্বরণে মোমবাতি প্রজ্জ্বলন

মোঃ সুজন আহমেদ
নভেম্বর ২৪, ২০২৪ ৫:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ সুজন আহমেদ

তাজরীন ট্রাজেডির ১২ বছর পূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের স্বরণে মোমবাতি প্রজ্জ্বলন

তাজরীন ট্রাজেডির ১২ বছর পূর্তি উপলক্ষে ১১৩ জন নিহত শ্রমিকদের স্বরণে কারখানাটির সামনে মোমবাতি প্রজ্জ্বলন করেছে নিহত শ্রমিকদের পরিবারের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় জরাজীর্ণ তাজরিন ফ্যাশনের সামনে এই মোমবাতি প্রজ্জলন করা হয়।

মোমবাতি প্রজ্জলন শেষে উপস্থিত নেতাকর্মীরা ক্ষতিগ্রস্থ ভবন ভেঙ্গে আহত শ্রমিকদের বাসস্থান নির্মাণ, ন্যায্য ক্ষতি পূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও কর্মসংস্থান ব্যবস্থসহ মালিকের শাস্তির দাবি জানান।

এসময় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডঃ মাহাবুবুর রহমান ঈসমাইলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০১২ সালে ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন লিমিটেড এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিলো। এ ঘটনায় ১১৩ জন শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। অনেকে আবার জীবন বাঁচাতে লাফিয়ে পরে পঙ্গ হন।
বাংলাদেশের ইতিহাসে পোশাক তৈরি কারখানায় অগ্নিকান্ডে একসঙ্গে এতো শ্রমিকদের হতাহতের ঘটনা এটাই প্রথম। যে কারণে এই দিন রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক পালনের পাশাপাশি সারা দেশের পোশাক কারখানা গুলোকে ছুটি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।