মোঃ সুজন আহমেদ বিশেষ প্রতিনিধি
আশুলিয়ায় প্রকাশ্যে যুবক কে কুপিয়ে হত্যা
আশুলিয়ায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়ার ইউনিক এলাকার কাজীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল কবির (৩২) ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধর্মদি দক্ষিনপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি মধ্য গাজীরচট এলাকার হেলাল খন্দকারের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউনিক মহল্লার কাজী বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৮-৯ জনের একদল সন্ত্রাসী ফয়সালকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ফয়সালকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হ্যাপি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের পরিবারের বরাদ দিয়ে পুলিশ আরো জানায়, ফয়সাল ট্রান্সপোর্ট ব্যবসায়ী মাজহারুল হকের অফিসে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন।প্রায় ১৫ দিন আগে ওই চাকরি ছেড়ে দেন তিনি। তবে কারো সঙ্গে তার শত্রুতা ছিল কিনা সেই বিষয়ে কেউ কোনো কিছু বলতে পারেনি।
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে।
তারা বিষয়টি তদন্ত করছে। খুব শীঘ্রই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করার প্রস্ততি চলছে।