ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পুলিশকে আক্রমণ করে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

পুলিশকে আক্রমণ করে ছিনিয়ে নেওয়া আসামি বিল্লাল শেখ গ্রেফতার

নড়াইলে পুলিশের ওপর আক্রমণ করে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বিল্লাল শেখকে (৫০) পুনরায় হাতকড়া পরা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানাধীন কুনিয়া তারগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করে নড়াইল পুলিশ। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি এনআই অ্যাক্ট (অর্থ জারি) আইনে দায়ের করা একটি মামলায় নড়াইলের আদালত তাকে দুই মাসের কারাদণ্ডসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়। এরপর থেকে পলাতক ছিলেন বিল্লাল। এ মামলাসহ তার বিরুদ্ধে আরো চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। যে কারণে গত ২৪ নভেম্বর নড়াইল সদরের গোবরা এলাকা থেকে আসামি বিল্লালকে আটক করলে পুলিশের ওপর চড়াও হয় তার স্বজনরা। তখন আসামির স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন পুলিশ সদস্যদের মারধর করে একপর্যায় হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে জোর করে তাকে ছিনিয়ে নেয়।

সদর থানার ওসি সাজিদুল ইসলাম বলেন, ‘নড়াইলের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও দিক-নির্দেশনায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা এবং সাইবার ক্রাইম ইউনিট পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে বৃৃহস্পতিবার দিবাগত রাতে বিল্লালকে গ্রেফতার করা হয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।