ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ার ভাদাইলে পোষাক শ্রমিককে কুপিয়ে হত্যা

মোঃ সুজন আহমেদ
ডিসেম্বর ৭, ২০২৪ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

আশুলিয়ার ভাদাইলে শ্রমিককে কুপিয়ে হত্যা

মো সুজন আহমেদ বিশেষ প্রতিনিধি
সাভারের শিল্পাঞ্চল আশুলিয়া ভাদাইলে শিমুল সরদার আবির (২৮) নামের এক পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিমুল সরদার আবির যশোরের অভয়নগর থানাধীন লেবুগাতি এলাকার মনসুর সরদারের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকার স্টার লিং ক্রিয়েশন নামের একটি তৈরি পোশাক কারখানায় চাকুরী করতেন।

ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসি জানায়, শুক্রবার রাত ৯টার দিকে নতুন ইপিজেডের পিছনে ভাদাইল দক্ষিন-পশ্চিমপাড়া বালুর মাঠে দাড়িয়ে ছিলেন শিমুল। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের গভীর চিহ্ন রয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।