ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের হামলা

নিজস্ব প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঝিনাইদহ শৈলকুপার নতুন বাজারে বিএনপির পার্টি অফিসের পাশে এ হামলার ঘটনা ঘটে।

হামলা আহত সাংবাদিক আব্দুর রহমান মিল্টন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা লাঠিসোটা, লোহার রড, হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে। তিনি দুই পা, হাটু, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাংবাদিক মিল্টন জানান, একজন ব্যবসায়ী নিহতের ঘটনায় স্বজনরা সংবাদ সম্মেলন করলে তার সংবাদপত্রে ও অনলাইনে সংবাদ প্রকাশের জের ধরে একদল দুর্বৃত্ত এমন হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এ হামলার ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। এ ছাড়াও হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসও দিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।