ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আইনশৃঙ্খলা বাহিনী কাউকে সাদা পোশাকে গ্রেপ্তার করতে পারবে না

নিজস্ব প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৪ ৫:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

আইনশৃঙ্খলা বাহিনী কাউকে সাদা পোশাকে গ্রেপ্তার করতে পারবে না
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘সিভিল ড্রেসে (সাদা পোশাক) কাউকে অ্যারেস্ট (গ্রেপ্তার) করা চলবে না। ডিবি হোক, যে হোক, তাকে জ্যাকেট পরতে হবে। তার আইডেন্টি (পরিচয়পত্র) শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে, তাহলে প্রথমে তার পরিচয়পত্র দেখাতে হবে।’

সোমবার সকালে খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো নিরাপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা আগে দেখেছেন পুলিশ বাদী হয়ে কেস দিতো। দশটা হলো নাম, তিনশ-দুইশ হলো বেনামে। এটা পুলিশের থেকে চলে গেছে সিভিলে। এখন আপনারা করছেন দশ নাম, আর দুইশ, একশ বেনামে। এতে যারা দোষী না, তাদের নাম দিয়ে ইনভেস্টিগেশন করতে ডিফিকাল্ট করছেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইজি মহোদয়কে নির্দেশনা দিয়েছি-যারা ভুয়ার মামলা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার জন্য। ভুয়ার মামলাকারীদের কোনো অবস্থায়তেই ছাড় দেবো না। সব ভুয়া মামলাকারীদের আইনের আওতায় আনবো।’

একইসঙ্গে যে দোষী তিনিও ছাড় পাবেন না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।