চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম আওলাদ হোসেন। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় স্মৃতিসৌধের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডিআইজি জানান, নিরাপত্তাব্যবস্থা শুধু স্মৃতিসৌধকেন্দ্রিক নয়, আশপাশের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও গাজীপুর মেট্রো এলাকাও নিরাপত্তা বলয়ে চলে আসবে। বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধসহ অন্তত ২৩ কিলোমিটার মহাসড়কে ১১টি সেক্টরের মাধ্যমে তিন হাজার পুলিশের চার স্তরের নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে পুরো স্মৃতিসৌধ এলাকা। এ ছাড়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং, পুলিশ, র্যাব ট্রাফিকসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী স্মৃতিসৌধের ভেতর ও বাহিরে সতর্ক অবস্থায় থাকবে।
ডিআইজি এ কে এম আওলাদ হোসেন আরো জানান, ১৬ ডিসেম্বর ভোর ৪টা থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে আসা মানুষদের চলাচলের জন্য বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। সৌধ এলাকার আশপাশের বাসিন্দাদের আগামী কয়েক দিনে বহিরাগত অথবা নতুন কোনো লোকজন এলাকায় এলে তাদের বিষয়ে থানা পুলিশকে তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া বিজয় দিবসের দিন যানজট এড়াতে উত্তরবঙ্গ থেকে আসা বিভিন্ন ধরনের পরিবহনকে চন্দ্রা থেকে গাজীপুর হয়ে চলাচলের অনুরোধ করেন এই পুলিশ কর্মকর্তা।
জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মহরম আলীসহ ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।