আশুলিয়ায় মার্কেট দখলের চেষ্টা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত-১
আশুলিয়ার বাইপালে ভাংগারী পট্টি নামের একটি ভাংগারী মার্কেট দখল চেষ্টাকালে আয়নাল হক নামের একজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।
বুধবার দুপুর আনুমানিক ১:৩০ টার সময় উক্ত মার্কেটের সামনে একদল সন্ত্রাসী আয়নাল নামের ওই ব্যক্তিকে কুপিয়ে ফেলে রেখে যায়।
জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাইপাইল ভাংগারী পট্টি নামক মার্কেটটি দীর্ঘদিন ধরে কয়েকটি গ্রুপ নামসর্বস্ব দলিল দেখিয়ে দখলের চেষ্টা চালায় এনিয়ে সংঘর্ষও হয়েছে একাধিকবার হত্যা করা হয়েছে ফয়সাল নামের এক গার্মেন্টস মেশিনারিজ ব্যবসায়ীকে।
মার্কেট দখল বানিজ্য ও ফয়সাল হত্যাকান্ডকে কেন্দ্র করে মামলাও হয়েছে একাধিক ব্যক্তির নামে তবুও থামেনি মার্কেট দখলের চেষ্টা।
তারই ধারাবাহিকতায় আজকের এই সন্ত্রাসী হামলা বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয়রা আরও জানান বিগত সৈরাচার সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে ওই মার্কেট দীর্ঘ চার বছর দখলে রেখেছিলেন আওয়ামী মহিলা যুবলীগের এক নেত্রী।তবে সরকার পতনের পর টিকতে না পেরে দখল ছেড়েদেন ওই নেত্রী। এরপর মার্কেট ও জমির প্রকৃত মালিক দাবি করে দখলে নেন আয়নাল হক এবং মার্কেটের সামনে ব্যানার লাগিয়ে নাম করণ করেন ভাই বোন মার্কেট।
তার কয়েক দিন পরেই শফিকুল নামের অপর এক ব্যক্তি সেই জমির মালিকানা দাবি করে ব্যানার লাগিয়ে দেন মার্কেটের সামনে এই নিয়ে চলে তুমুল সংঘর্ষ একেরপর এক মারামারি কাটাকাটি আর আজও সেই সুত্র ধরেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আয়নাল।
ঘটনার বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়েছে কি না জানতে চাইলে ভুক্তভোগীর পরিবারের লোকজন জানায় প্রাথমিক চিকিৎসা শেষে থানায় যাবো।
সন্ত্রাসীদের চিনতে পেরেছেন কি না জানতে চাইলে ভুক্তভোগীর পরিবার বলেন হ্যা বেশ কয়েকজনকে আমরা চিনতে পারছি তারা হলেন বিগত সৈরাচার সরকারের দোসর আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের পালিত ক্যাডার রিয়াজ মোল্লা ও বোরহান এছাড়াও তাদের সাথে অনেকেই ছিল।