নাঙ্গলকোট পৌরসভা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার দুই নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নাওগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মামুনুর রশিদ। যৌথভাবে সঞ্চালনা করেন ছাত্রদল নেতা শাহিন আলম মজুমদার ও ফারহাদ হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলার আহ্বায়ক নজির আহমদ ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিসিটর একরামুল হক মজুমদার, মিজানুর রহমান মজুমদার, লোকমান হোসেন ভূঁইয়া, জহিরুল কাইয়ুম ভূঁইয়া, নাঙ্গলকোট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল বাতেন মেম্বার, সদস্য সচিব আব্দুল কাদের জিলানী, নাঙ্গলকোট উপজেলার যুবদল যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাহিন, দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা যুবদল নেতা আব্দুস সাত্তার, মনিরুজ্জামান মানিক, পৌরসভা কৃষক দল সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাঈদ ইকবাল, সাধারণ সম্পাদক সালা উদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আনোয়ারুল্লাহ মিয়াজী, পৌরসভা মৎস্যজীবী দলের আহ্বায়ক সাইদুল হক, পৌরসভা তাঁতী দলের আহ্বায়ক মোবারক হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, আমির হামজা মুন্না, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, বিএনপি নেতা মনসুর আলম, শহিদুল ইসলামসহ অনেকে।