ঢাকামঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ৫জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিনিধি
ডিসেম্বর ২৪, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ৫জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জুলাই-আগস্টের গণহত্যার সময় আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এমপি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আসামিদের গ্রেপ্তারে প্রসিকিউশনের করা আবেদনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের পর ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ৫ আগস্ট ৬ জনকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে তাদের লাশ পুড়িয়ে দেয়া হয়েছিল। এ ঘটনায় আশুলিয়ার তৎকালীন সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়া গেছে। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়।

তিনি বলেন, এই মামলায় নাম গোপন রেখে আরও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা তামিলের বিষয়ে শুনানির দিন ধার্য করেছে আদালত।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন চলাকালে ঢাকার আশুলিয়ায় আগুনে পুড়িয়ে ৬ জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে আলাদা দুটি অভিযোগ দায়ের করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ভিকটিমের পরিবারের পক্ষে অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম ইসলাম খান আলাদা এ দুটি অভিযোগ দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।