ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাভারে অবৈধ শিসা তৈরির কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

মোঃ সুজন আহমেদ
ডিসেম্বর ২৬, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাভারে অবৈধ শিসা তৈরির কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

সাভারের আশুলিয়ায় পুরাতন ব্যাটারি পুড়িয়ে শিসা তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় পরিবেশ দুষনের দায়ে ওই অবৈধ কারখানাটি বন্ধ করে দিয়ে মেশিনপত্র জব্দসহ একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার কুরগাঁও পূরাতন পাড়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ- আল -মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ- আল- মামুন জানান, দীর্ঘ দিন ধরেই স্থানীয়দের অভিযোগ কারখানাটিতে পুরাতন ব্যাটারি পুড়িয়ে শিসা তৈরী করে আসছিলো । শিসা তৈরীর সময় পরিবেশসহ জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে বলেও স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ। সেই অভিযোগের সত্যতা খুঁজতে আজ কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ কারখানাটির মাধ্যমে পরিবেশের ক্ষতির প্রমাণ পাওয়া যাওয়ায় কারখানাটি বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি জব্দ করা হয় মেশিনপত্র।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, অভিযানের খবর পেয়ে কারখানা মালিক গা ঢাকা দিলেও এক শ্রমিককে আটক করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।