অলি-গলি ও প্রধান সড়কে যানজটে অতিষ্ট কর্মজীবীরা
মো সুজন আহমেদ- বিশেষ সংবাদদাতা
দেশে সরকার থেকে শুরু করে বদলেছে অনেক কিছু। তবে সড়কে বদলায়নি যানজটের চিত্র।
ঢাকা জেলা আশুলিয়া এলাকায় বিগত সরকারগুলোর আমলে ধাপে ধাপে হয়েছে অনেক উন্নয়ন। সেই প্রশস্ত সড়ক হওয়া সত্ত্বেও যানজটের চিত্র একটুও বদলাইনি।
সড়কের অপরিকল্পিতভাবে চলছে মোটরচালিত রিকশা বা অটোরিকশা। যে কারণে সৃষ্টি হচ্ছে যানজটের।
সকালে অফিস যাত্রা ও সন্ধ্যা বেলায় প্রধান সড়ক থেকে শুরু করে শাখা সড়কে জ্যাম সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়,সাভার আশুলিয়ার নবীনগর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, রপ্তানি, বলিভদ্র,শ্রীপুর, মোজারমেল,জিরানী,জামগড়া, সরকার মার্কেট,নরসিংহ পুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।এমনও পরিবেশ সৃষ্টি হয় যে, যাত্রীদের রাস্তা খুঁজে পেতে হিমশিম খেতে হয়। রিকশার ভিড়ে আটকে যেতে হয়, পথ খুঁজে পাওয়া যায় না- এমন একটা পরিবেশের সৃষ্টি হয়।
বর্তমানে বৈধ-অবৈধ রিকশায় গোটা সাভার আশুলিয়া যেন রিকশার শহরে পরিণত হয়েছে। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো একদিকে যেমন তীব্র যানজট সৃষ্টি করছে, তেমনি সড়কে অন্য পরিবহণের গতিও কমিয়ে দিচ্ছে। একদিকে ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তা অন্যদিকে যোগ হয়েছে অতিরিক্ত ব্যাটারিচালিত রিকশার চাপ। সবমিলিয়ে যানজটে নাকাল সাভার আশুলিয়াবাসি।