ভালুকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বিএনপির
ভালুকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সাড়ে সাত হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান। ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডে চলমান এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে পৌরসভার কাঁঠালী মার্কাজ মাদরাসা মাঠে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন বিএনপির এই নেতা।
কর্মসূচিতে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভালুকার শীতার্ত অসহায় মানুষের মাঝে সাড়ে ৭ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। এরই মধ্যে ৬টি ওয়ার্ডে ৫ হাজারের বেশি কম্বল বিতরণ করা হয়েছে। আগামী ২ দিনের মধ্যে আরও ২ হাজার কম্বল বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি সমাপ্ত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।