ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফুটপাতে জমে উঠেছে গরম কাপড়ের ব্যবসা

মোঃ সুজন আহমেদ
জানুয়ারি ৫, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফুটপাতে জমে উঠেছে গরম কাপড়ের ব্যবসা

শীত নিবারণে আশুলিয়াজুড়ে চাহিদা বেড়েছে গরম কাপড়ের। শপিং মল থেকে শুরু করে ফুটপাতে বেচাকেনা হচ্ছে বিভিন্ন ধরনের শীতের কাপড়।

ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, বাগবাড়ি, বলিভদ্র,রপ্তানী, শ্রীপুর,জামগড়া রোডসহ আশেপাশের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা যায়। ব্যবসায়ী ও দোকানিরা জানান, ক্রেতাদের চাহিদা আর রুচির কথা মাথায় রেখে পসরা সাজিয়েছেন এসব পোশাকের।

তীব্র শীতে শিশু ও বয়ষ্ক মানুষের শীতজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে।জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। রিক্সা, অটোরিকশা চালক,দিনমজুর শ্রেনীর মানুষেরা
নাকাল হয়েছে দারুণভাবে। তবে শীতের কাপড়ের ব্যবসা জমে উঠেছে। ফুটপাতের চায়ের দোকানেও বেড়েছে বিক্রি।

এরমধ্যে জ্যাকেট, সোয়েটার, হুডি, ফুল স্লিভ টি-শার্ট, ব্লেজার, জিন্সের মোটা শার্ট-জ্যাকেট, উইন্টার কোট, উলের তৈরি শাল, মাফলার, কানটুপি, হাত-পায়ের মোজার চাহিদা বেশি। ব্যবসায়ীরা জানান, শীতের অধিকাংশ ক্রেতাই তরুণ-তরুণী। সেজন্য তাদের পছন্দের কথা চিন্তা করে দোকানে ক্যাজুয়াল ফ্যাশনের কালেকশনই বেশি রাখা হয়েছে।

এছাড়াও ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষের কথা চিন্তা করে বিভিন্ন মানের কাপড় দেখা গেছে দোকানগুলোতে। এছাড়া উষ্ণতা বাড়াতে কম্বল ও কম্ফোর্টারের চাহিদাও বেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।