ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আদালতের নথি গায়েবের ঘটনা ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা হবে : বার সভাপতি

কে.এম.সোহেল হাওলাদার
জানুয়ারি ৬, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

আদালতের নথি গায়েবের ঘটনা ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা দরকার : বার সভাপতি
চট্টগ্রাম আদালতে নথি হারানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সেই সঙ্গে এ ঘটনা কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা উচিত বলেও মনে করেন তিনি।

সোমবার দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব হয়ে গেছে। এই মামলাগুলোর মধ্যে বেশিরভাগই হত্যা মামলা। এছাড়াও মদক, চোরাচালানসহ অনেক গুরুত্বপূর্ণ মামলা ছিল। পত্রিকায় এমন খবরও এসেছে যে, এসব মামলার নথিগুলো বস্তায় করে আদালতের বারান্দায় রেখে দেয়া হয়েছিল।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নথি গায়েবের ঘটনায় জিডি করাই সমাধান নয়, এ বিষয়ে মামলা করতে হবে। চট্টগ্রামে আদালতের নথি গায়েবের ঘটনা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার। দেখতে হবে, সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে এই নথিগুলো বারান্দায় রাখা হয়েছিল কিনা। কারণ, আদালতের নথি গায়েব হয়ে গেলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।