ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ সুজন আহমেদ
জানুয়ারি ৬, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

আশুলিয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তিতাসের গ্রাহকেরা।

সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি আমার স্কুলের সামনে এই মানববন্ধন করেন তিতাসের কয়েক হাজার গ্রাহক।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ গ্রাহকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাইল এলাকায় তিতাসের আঞ্চলিক অফিসে যান। পরে সেখানে কর্মরত কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ভুক্তভোগী গ্রাহকদের।

ভুক্তভোগী তিতাসের গ্রাহকদের অভিযোগ, তারা দীর্ঘ ৯ বছর ধরে নিয়মিতভাবে তিতাসের গ্যাস বিল পরিশোধ করলেও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাচ্ছেন না। বাসায় গ্যাস সংযোগ থাকলেও যথাযথ প্রেসার না থাকায় তারা গ্যাসের অভাবে বিকল্প উপায়ে কষ্ট করে রান্না করেন। তাই বাধ্য হয়ে তারা নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হয়েছে। অবিলম্বে এ অবস্থার উন্নতি না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে আশুলিয়া তিতাস গ্যাস কার্যালয়ের ব্যবস্থাপকের কাছে তারা স্বারকলিপি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।