ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর কারাগারে অসুস্থ হয়ে শ্রমিক লীগ নেতার মৃত্যু

মোঃ সুমন মিয়া
জানুয়ারি ১০, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর কারাগারে অসুস্থ হয়ে শ্রমিক লীগ নেতার মৃত্যু
গাজীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মো. জহিরুল ইসলাম (৪৬) নামের এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কারগার থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত মো. জহিরুল ইসলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই উপজেলার সিংদিঘী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

এ বিষয়ে জেলার মুশফেকুর রহমান বলেন, আসামি জহিরুল ইসলাম ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। কারা চিকিৎসকের পরামর্শে ১০-১২ দিন ধরে কারাগারের হাসপাতালে ভর্তি রেখে তার চিকিৎসা চলছিল। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে বুকে ব্যথা অনুভব করলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল ৫টা ২০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ জানান, জহিরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে আনা হয়েছিল বলে কারারক্ষীরা তাকে জানিয়েছেন।

নিহতের স্ত্রী আমেনা খাতুন জানান, তার স্বামীর নামে কোনো মামলা ছিল না। গত ৫ ডিসেম্বর শ্রীপুর থানার পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেভাজন অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠায়। বিচারক জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠায়। তারপর থেকে তিনি গাজীপুর কারাগারে আটক ছিলেন। তিনি কিভাবে মারা গেছেন তা নিশ্চিত হতে পারেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।