ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়

সাবেক এমপি শফিউল ইসলাম রিমান্ড শেষে কারাগারে রাজনীতি

কে.এম সোহেল হাওলাদার
জানুয়ারি ১২, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাবেক এমপি শফিউল ইসলাম  রিমান্ড শেষে কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরায় রউফ নামে এক যুবক নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক।

গত ৯ জানুয়ারি এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক আল মাহমুদ শরীফ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এর আগে, ৮ জানুয়ারি বিকেলে উত্তরার চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে গুলিতে নিহত হন রউফ। এ ঘটনায় তার ভাই শাকিব হাসান গত ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার ৭ নম্বর এজাহারনামীয় আসামি শফিউল ইসলাম মহিউদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।