ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়

৩ দফার দাবিতে সচিবালয় ঘেরাও জবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

৩ দফার দাবিতে সচিবালয় ঘেরাও জবি শিক্ষার্থীদের

তিন দফা দাবিতে সচিবালয়ে সামনে গণআমরণ অনশনরত অবস্থায় অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে করে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে পদযাত্রা শুরু করে সচিবালয়ের সামনে অবস্থায় নেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের ‘এক দুই তিন চার, ক্যাম্পাস আমার অধিকার’, ‘যদি থাকে হায়া, আর্মির হাতে দাও কাজ’, ‘আমার ভাই হাসপাতালে, প্রশাসন কী করে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

এদিকে শিক্ষার্থীদের সচিবালয়ে সামনে অবস্থান কর্মসূচিতে আশপাশের দুই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া, গুলিস্তানসহ আশপাশের সব সড়কে তীব্র যানজট দেখা দেয়।

গণঅনশনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের তিন দফা দাবি এবার লিখিত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। দরকার হলে লাশ হয়ে ফিরে যাব ক্যাম্পাসে, তারপরও এবার আর যাচ্ছি না। আমাদের কষ্টের ব্যাপারে কারো কোনো আগ্রহ নেই। সবাই শুধু সুযোগ নেয়।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা আগেও একবার এখানে এসেছি, এখন আবার এসেছি। বারবার কেন আমাদের পড়ার টেবিল থেকে সচিবালয়ে সামনে আসতে হবে। সরকারের কেউ কি আমাদের বিষয়গুলো দেখে না। আমরা দাবি না মেনে আজ কোথাও যাব না।

এর আগে, দুপুর ২টায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর নিয়ে সচিবালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়। এ চিঠি আসার পর অনশনরত শিক্ষার্থীরা তিনটি দাবি জানান। দাবিগুলো হলো—

১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পন্ন করতে হবে। ভিজ্যুয়ালভাবে সবার সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

৩. যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।