মধ্যরাতে সেন্ট মার্টিনে আগুন,লেগে পুড়ল ৩ রিসোর্ট
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রিসোর্ট পুড়ে ছাই হয়েছে। এ সময় আরো দুইটি রিসোর্ট আংশিক পুড়ে গেছে। বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে টেকনাফ উপজেলার পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান।
আগুনের বিষয়ে দ্বীপের বাসিন্দা আবদুল মালেক জানান, হঠাৎ রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও টুরিস্ট পুলিশের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট আগুনে পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইরী ইকো রিসোর্টের রিসিপশনে মাল্টিপ্লাগে সর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত। রিসিপশনের ঠিক পেছনে বীচ ভ্যালী ইকো রিসোর্ট। বাতাস থাকার কারণে মিনিটের মধ্যে বীচ ভ্যালীর ছাউনিতে আগুন লেগে যায়। শুকনো কাঠ আর বাঁশ দিয়ে তৈরি বীচ ভ্যালী ইকো রিসোর্টে আগুন লাগার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পরে কিংশুক ইকো রিসোর্টেও। তবে এসময় বেশিরভাগ পর্যটক বাইরে থাকায় আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।
কান্নাজড়িত কণ্ঠে কিংশুক ইকো রিসোর্টে স্বত্বাধিকারী সরওয়ার বলেন, আমি বউ-সন্তান নিয়ে দীর্ঘদিন পরে সেন্টমার্টিন এসেছি। এদের সামনে আমার তিলেতিলে করে গড়া স্বপ্নের প্রতিষ্ঠানটি পুড়ে ছারখার হয়ে গেছে। আমার সবকিছু নিমিষেই শেষ হয়ে গেল।