যমুনা ব্যাংক থেকে লোনের কথা বলে সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে রুবেল নামে ১ প্রতারক পলাতক
মোঃ রুবেল
পিতা আবুল হোসেন
মাতা আমেনা বেগম
গ্রাম : সোনারায় থানা: সুন্দরগঞ্জ জেলা:গাইবান্ধা।
সঠিক সন্ধান দাতাকে পুরস্কৃত করা হবে।
প্রতারক রুবেল গত …১২/১১/২০২৪ তারিখ…
যমুনা ব্যাংক মাওনা শাখা থেকে লোন তোলার কথা বলে।
সর্ব মোট ৩৫০০০০ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়ে আত্মগোপনে আছে।
এই ঘটনার ভুক্তভোগী জুয়েল মিয়া ৩৩ পিতা নবি হোসেন।
এপি/ সাং বহেরার চালা দৈনিক খাইরূল এর বাসার ভাড়াটিয়া।
থানা শ্রীপুর জেলা গাজীপুর।
জানান আমি ও বিবাদী নীট হরাইজন বহেরার চালা শ্রীপুর একই
কোম্পানিতে চাকুরি করার সুবাধে পরিচয় আমার পারিবারিক প্রয়োজনে টাকার বিশেষ দরকার হইলে আমি যমুনা।
ব্যাংক মাওনা শাখা শ্রীপুর লোন পাওয়ার আবেদন করি।
বিবাদী বিষয়টি কৌশলে জানার পর আমার সাথে যোগাযোগ ।
করিয়া জানায় যে সে ব্যপসা করার জন্য ১০০০০০০ লক্ষ টাকা আই এফ আই সি ব্যাংক হইতে লোন উওলোন করিবে।
কিন্তুু তাহার ব্যবসায়ীক পার্টনার অন্যত্র চলে যায়।
ব্যাপসা করিতে শুধু তাহার পাঁচলক্ষ টাকা প্রয়োজন।
আমি চাইলে তাহার নিকট হইতে পাঁচলক্ষ টাকা নিতে পারি।
এবং যৌথভাবে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করিব।
আমি তাহার কথা বিস্বাস করিয়া তাহার প্রস্তাবে রাজি হই।
এবং আমার মূল্যবান চিনিস পএ স্বর্ণলংকর বন্দক রাখিয়া।
নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার হাতে তুলে দেই।
সে আমার একাউন্টে ভূয়া মেসেজ দিয়ে, আমাকে আমার।
গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় পরে আমি জানতে পারি।
সে আমার সাথে প্রতারণা করিয়াছে…
পরে আমি রুবেল মিয়া যে বাড়িতে বাড়া থাকতো
এসে দেখি সে ঐ বাড়ির থেকে মাল জিনিস নিয়ে চলে গেছে।