নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পয়েন্টে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জের সদর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বাছির উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
অন্যদিকে কাঞ্চন পৌরসভার পৌর পার্ক প্রাঙ্গণে পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কোহিনুর আলম, যুবদল নেতা আবদুল্লাহ প্রমুখ।
এদিকে, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার হোসেনের সভাপতিত্বে নগরপাড়া এলাকায় আলোচনা সভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাপ্পু, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া প্রমুখ।